
শ্রীলঙ্কার সাবেক পেসার নুয়ান কুলাসেকারাকে এবার দেখা যাবে বোলিং কোচের ভূমিকায়। সাবেক এই লঙ্কান বোলার লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাসকার্সের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন।
২০১৭ সালে সর্বশেষ শ্রীলঙ্কার পক্ষে খেলেছিলেন কুলাসেকারা। ২০১৯ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অবসরের দেড় বছরেরমাথায় কোচের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডির বোরিং কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। এই টুর্নামেন্ট দিয়েই কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
অবসরের আগে শ্রীলঙ্কার পক্ষে ২১টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। যথাক্রমে ৪৮, ১৯৯ ও ৬৬টি উইকেট শিকার করেছেন কুলাসেকারা। ২০০৮ সালে আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন কুলাসেকারা।
প্রসঙ্গত, ক্যান্ডি টাসকার্স দলটির মালিক বলিউড তারকা সালমান খানের পরিবার। দাল গোছানো সাথে সরাসরি যুক্ত ছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান ও বাবা সেলিম খান।
বাংলাদেশ সময়: ১৪:৩৪:১১ ১০৭ বার পঠিত