বোয়ালমারীতে আধিপত্য নিয়ে হামলা, চেয়ারম্যানসহ ১১ সমর্থক জেলহাজতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে আধিপত্য নিয়ে হামলা, চেয়ারম্যানসহ ১১ সমর্থক জেলহাজতে
শুক্রবার, ৬ নভেম্বর ২০২০



---

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তার ১১ জন সমর্থককে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার এ আদেশ দেন জেলা আদালতের অতিরিক্ত মূখ্য বিচারকের দায়িত্বরত মুখ্য হাকিম আব্দুর হামিদ।

জেলহাজতে যাওয়া ওই নেতা এসএম ফারুক হোসেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই সাথে ফারুকের সহযোগী এবং ওই মামলার আরো ১১ জন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ জুন সকাল সাড়ে ৬টার দিকে ঘোষপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিবিলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা তার প্রতিপক্ষ আসাদ মোল্লার বাড়িসহ লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় আসাদ মোল্লা ও তার ভাই আকরাম মোল্লাসহ ১৫ জন আহত হন। এ হামলায় আসাদ মোল্লা, আকরাম মোল্লা এবং তাদের দলের সমর্থক রাজা মাতব্বর বর্তমানে পঙ্গুত্ব জীবন যাপন করছেন।

এ ঘটনায় আসাদ মোল্লা বাদি হয়ে মারামারি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১৬৩ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১২ জন পূর্বে নিম্ন আদালত থেকে জামিন নিয়েছিলেন । জামিনের শর্ত অনুযায়ী তাদের চার্জগঠন পর্যন্ত এর মেয়াদকাল থাকবে বলে সে সময় বলা হয়েছিল। সম্প্রতি এ মামলার চার্জ গঠন করা হয় এবং মামলাটি অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে স্থানান্তর করা হয় ।
গতকাল বৃহস্পতিবার এ মামলার নির্ধারিত তারিখ ছিল। এ মামলায় চেয়ারম্যান ফারুকসহ তার ১১ সমর্থক হাজির হয়ে জামিনের আবেদন জানান। এ সময় আদালত জামিনের আবেদন নাকচ করে ইউপি চেয়ারম্যান ফারুকসহ ১২ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:২৭   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ