রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ এস আই নাজমুল ও এ এস আই বিপেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের সিআর ৩২৪/১৭ মামলার আসামি মৃত আব্দুল রশিদ মণ্ডলের ছেলে বিশু মণ্ডল ও উপজেলার চকিয়াপাড়া গ্রামের মৃত নাছির মণ্ডলের ছেলে সিআর২৩৮/১৫ মামলার আসামি আনছার আলী।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫৯:১৬ ৩০১ বার পঠিত