সেবা প্রাপ্তির মূল কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার - ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেবা প্রাপ্তির মূল কেন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার - ডিসি
বুধবার, ১১ নভেম্বর ২০২০



---

নারায়ণগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষে উদ্যোক্তাদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর অনেক গুলোর পদক্ষেপের মধ্যে একটি দূরদর্শী পদক্ষেপ হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। ইউনিয়নে ডিজিটাল সেবা প্রাপ্তির মূল কেন্দ্র এটি। সহজে, দ্রুত ও কম খরচে সরকারি ও বেসরকারি সেবা পাচ্ছে শহর থেকে গ্রামের দূরবর্তী মানুষ। ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর দশ বছর পূর্তিতে সফল উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি। সেবার ক্ষেত্রে মান উন্নয়নের যে সব নির্দেশনা দেয়া হয়েছে ওই গুলো মানার জন্য সকলকে আহবান জানান। তা মানতে পারলেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

ডিসি জসিম উদ্দিন বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের উপজেলা ইউএনওদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের কোন সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্বক সহযোগিতা করব। মানুষের কাছে ডিজিটাল সেন্টারের গ্রহনযোগ্যতা বারাতে হবে। পাশপাশি আপনাদেরকে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের কাজ শেষ করতে হবে। পরে তিনি জেলার ৩৯ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সাংবাদিকদের নিয়ে কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপসচিব শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেবেকা সুলতানা, এছাড়াও জেলা থেকে আসা প্রতিটি ইউনিয়নের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৮   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ