
রংপুর নগরীর ঠিকাদার পাড়া এলাকার ছয়তলা বাসার একটি ফ্লাটে তল্লাশি চালিয়ে পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
উদ্ধার করা হয়েছে তিন হাজার ১৯৮ পিস ইয়াবা এক বোতল ফেনসিডিল পাঁচটি ব্যাংকের চেক বই, প্রাইজবন্ড ও মাদক বিক্রির নগদ টাকাসহ অন্যান্য মালামাল।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব রহমান ও সহকারী পরিদর্শক তাহেদুল ইসলাম ও পুলিশের সহযোগিতায় নগরীর ঠিকাদার পাড়া এলাকায় অবস্থিত মিলন ভিলার তৃতীয় তলার একটি ফ্লাটে অভিযান চালিয়ে কুড়িগ্রাম পুলিশে কর্মরত এএসআই মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক হিজড়া মিলনকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান, অভিযান শুরুর আগে সে পালিয়েছে। পুলিশের এস আই মনিরুজ্জামান তার পরিবার নিয়ে ওই ফ্লাটে ভাড়া থেকে ইয়াবা ফেনসিডিলসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিদর্শক তাহেদুল ইসলাম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪৮ ১৪৩ বার পঠিত