
নিউজটুনারায়ণগঞ্জ : একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এ্যাড.শামসুল হক টুকু এমপি ।
আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, আলী যাকের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ছিলেন। দেশের গুণী ও বর্ষীয়ান এই অভিনেতা মুক্তিযুদ্ধের পরে আরণ্যক নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয়ের সঙ্গে যুক্ত হন।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয়কারী জনপ্রিয় এ অভিনেতা সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন। দেশের শিল্প ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে তিনি আমৃত্যু একনিষ্ঠ অবদান রেখেছেন। এই কৃতি ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল - যা সহজে পূরণ হবার নয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৭ ১৪০ বার পঠিত