একাই ৪ গোল করে চেলসিকে জেতালেন জিরুদ

প্রথম পাতা » খেলাধুলা » একাই ৪ গোল করে চেলসিকে জেতালেন জিরুদ
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০



---

চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে সেভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি। সবগুলো গোলই করেন চেলসির ফরাসি ফরোয়ার্ড অলিভার জিরুদ। গত অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম পর্বে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র হয়েছিল।আগের রাউন্ডে দুই দলই টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছিল।

সেভিয়ার মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় চেলসি। কাই হার্ভাটজের পাসে গোল করেন জিরুদ। ২৪তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেলেও সেটি হাতছাড়া করে সেভিয়া।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে সফরকারীরা। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরুদ। আর ৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেও থামেননি জিরুদ।৮৩তম মিনিটে সফল স্পট-কিকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। ফলে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এ জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে চেলসি। অন্যদিকে, সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ১০। শেষ রাউন্ডে চেলসির বিপক্ষে খেলবে ক্রাসনোদার আর রেনের প্রতিপক্ষ সেভিয়া।

বাংলাদেশ সময়: ১২:৫৮:১৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ