
শহরের দেওভোগে নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবন ‘আঙিনা সিটি প্লাজা’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, আহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শরীফ হিরা, হিমেল খান প্রমুখ।
সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নয়তলা বিশিষ্টি এই বাণিজ্যিক ভবনে তিনতলা পর্যন্ত থাকবে মার্কেট। মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে নারীরা অগ্রাধিকার পাবেন। তাদের জন্যই এই ভবন নির্মাণ করা হচ্ছে। যেসকল নারী উদ্যোক্তা বিউটি, পার্লার, বুটিক, হস্তশিল্পের দোকান দিতে চান তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এই ভবনে শিশুদের বিনোদনেরও ব্যবস্থা করা হবে।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন জানান, সিটি কর্পোরেশনের অর্থায়নে ১২ কোটি ৬৭ লাখ টাকায় নির্মিত হচ্ছে বহুতল ভবনটি। তিনতলার উপরে সাতটি তলায় হবে একুশটি ফ্ল্যাট। আনোয়ার ল্যান্ডমার্ক নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজটি সম্পন্ন করবে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৩০ ১৩৪ বার পঠিত