বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০



---

অবৈধ নদী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে কনসালটেশন গ্রুপের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে কমিটির সদস্য রনজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং নৌ-পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা এবং বাংলাদেশ মেরিন একাডেমি ও ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি এবং বর্হিবিশ্বে তাদের কর্মসংস্থানের চাহিদা নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকগণের বিদেশী বন্দরে ভিসা ও ইমিগ্রেশন জটিলতা দূরীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

সূত্র আরো জানায়, বৈঠকে নদ-নদী, খাল-বিল, জলাশয় ও জলাধার ক্রমবর্ধমান হারে ভরাট এবং অবৈধ দখল, পরিবেশ দূষণ, অবকাঠামো নির্মাণসহ নানাবিধ অনিয়মের কারণে অবৈধ দখল যাওয়া নদীসমূহ উদ্ধারে সমস্যা সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য রনজিত কুমার রায়কে আহবায়ক এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদাকে সদস্য করে গঠিত ওই সাব কমিটিকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২২   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ