ভাস্কর্য নিজেই ভাঙ্গার হুমকি দিয়ে এখন তিনি বলছেন উল্টো কথা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাস্কর্য নিজেই ভাঙ্গার হুমকি দিয়ে এখন তিনি বলছেন উল্টো কথা!
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০



---

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক রাজধানীর ধোলাইরপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে কাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছিলেন হেফাজত নেতা মামুনুল হক। ভাস্কর্য নির্মাণ করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এমনকি ২০১৩ সালের ৫ মের মতো পরিস্থিতি তৈরি করবেনও বলেছিলেন। তবে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের পর নিন্দা জানিয়ে এখন তিনি বলছেন উল্টো কথা।

ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যকে ‘মূর্তি’ আখ্যা দিয়ে তা অপসারণের দাবি করছে কিছু ইসলামিক গোষ্ঠী। তাদের এ দাবিকে ‘কট্টর’ আখ্যা দিয়ে সরকারের মন্ত্রী এবং বুদ্ধিজীবীরা বলেছেন, মৌলবাদীদের এই আস্ফালনকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করতে গিয়ে প্রথমে মাঠে নামে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন। দলের সিনিয়র নায়েব আমির ফয়জুল করীম সমাবেশ করেন এই প্রকল্প বাতিলের দাবিতে। পরে মামুনুল হক হুমকি দেন। এরপর হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী হুমকি দেন ভাস্কর্য নির্মাণ হলে টেনেহিঁচড়ে ফেলে দেবেন তারা।

তাদের বক্তব্য নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদের মুখে শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ স্থানীয় একটি কওমি মাদ্রাসার দুই ছাত্র ও দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে। পুলিশকে দুই ছাত্র জানান, তারা মামুনুল হক ও ফয়জুল করীমের ওয়াজ শুনে ভাস্কর্য ভেঙেছেন। এসব ঘটনাপ্রবাহের পর সোমবার বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলার আবেদন গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে ‘ভাস্কর্য নিয়ে বিরোধ, রাষ্ট্রদ্রোহ মামলাসহ উদ্ভূত সার্বিক পরিস্থিতির’ ওপর বক্তব্য দেন মামুনুল হক।

লাইভে হেফাজত নেতা মামুনুল বলেন, ‘কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়। ভাস্কর্য ভাঙার সঙ্গে কেউ কেউ আমার নাম জড়ানোর চেষ্টা করছেন। কিন্তু অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার কোনও বক্তব্যের মাধ্যমে অথবা আমার কোনও কথায় এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনও কথা আমি কস্মিনকালেও বলিনি। দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল কোনও ব্যক্তি এমনটা কখনও করতে পারেন না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট, ইসলামি দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা নাজায়েজ ও হারাম—সেটা যথাযথ কর্তৃপক্ষকে আমি জানিয়ে দিয়েছি। এবং আমরা আমাদের বক্তব্যে এ কথা স্পষ্ট করে দিয়েছি, যদি আল্লাহ কখনও আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরিয়াহর আলোকে সকল কার্যক্রম ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।’

আরো পড়ুন: সিলেটে চরমোনাই পীরের ওয়াজের অনুমতি বাতিল

মামুনুল অভিযোগ করেন, ‘সারা দেশে যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রবণতা শুরু হয়েছে। আমরা ভাস্কর্য নির্মাণের বিষয়ে দ্বিমত করি। কোরআন সুন্নাহর আলোকে তা নাজায়েজ। মরহুম ব্যক্তিদের সম্মান ও মর্যাদার দৃষ্টিকোণ থেকে মনে করি যত্রতত্র ভাস্কর্য নির্মাণে এই ব্যক্তিদের সম্মানহানি হবে। যত্রতত্র এ ধরনের ভাস্কর্য করলে মানুষের মল-মূত্র ত্যাগ হবে, সেখানে মাথার উপর বিভিন্ন পাখি মলত্যাগ করবে, নানা ধরনের অসামাজিক কাজের আখড়া জমে যেতে পারে। যত্রতত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য করলে সম্মান বৃদ্ধি হবে না, সম্মানহানির পরিবেশ তৈরি হবে।’

ফেসবুক লাইভের বক্তব্যে মামুনুল হক উল্লেখ করেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ইসলামবিরোধী পরিবেশ তৈরি করা হয়েছিল। হঠাৎ গজিয়ে ওঠা ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চও এরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।

মামলা প্রসঙ্গে মামুন বলেন, ‘বারবার বলছি, আমাদের বক্তব্যে নিজেদের মতামত, মনগড়া ব্যাখ্যা বিকৃতরূপে উপস্থাপন করে রাষ্ট্রদ্রোহের বুনিয়াদ সাজিয়েছে। সারাদেশের আলেমরা বলছেন, আমাদের বক্তব্য কখনোই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। বরং স্বাধীনতার মহান নেতা মরহুম শেখ মুজিবুর রহমানকে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল বাংলাদেশি, সকল বাঙালি শ্রদ্ধা করি, ভালোবাসি। একজন মুসলিম হিসেবে তার রুহের মাগফেরাত কামনা করি।’ তার মন্তব্য, ‘আমাদের সমস্ত বিরোধ হলো ভাস্কর্য তথা মূর্তি নিয়ে।’

‘বঙ্গবন্ধুর নামকে ভুঁইফোড় মুক্তিযুদ্ধ মঞ্চ দেশের ইসলামবেত্তাদের মুখোমুখি করে দিতে চাইছে। এটি সুপরিকল্পিত’ বলে অভিযোগ করেন মামুনুল। তার দাবি, এই কাজটি করার মূল উদ্দেশ্য হলো চেতনার ব্যবসা করা। তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে ইসলামকে যেমন ঘায়েল করতে চায়, তেমনি বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায়।’ এ সময় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে উগ্রবাদী বলে অভিযুক্ত করেন।

এদিকে, মামুনুল হক সোমবার গণমাধ্যমে বলেন, ‘ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া কিংবা ভাস্কর্য ভেঙে ফেলা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কোনো দিক-নির্দেশনা অথবা বক্তব্য আমি কখনোই দেইনি। সুতরাং এই জাতীয় কোনো কাজের দায়ভার আমার ওপর চাপানোর কোনো সুযোগ নেই।’

মামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা বলেন, ‘আমার বক্তব্যে কখনোই বঙ্গবন্ধু কিংবা কোনো মরহুম জাতীয় নেতার প্রতি অসম্মান প্রদর্শনের দৃষ্টান্ত নেই। বিশেষত বরাবরই আমি বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা রক্ষা করে কথা বলার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমার বক্তব্য থেকে এর বিপরীত কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। বিষয়টি আমি সংবাদ সম্মেলন করেও বলেছি।’

কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার ঘটনা প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার ঘটনাটি উলামায়ে কেরামের গৃহীত শান্তিপ্রিয় আলোচনার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। এই অপরিণামদর্শী তৎপরতার সঙ্গে আমার ব্যক্তিগত কিংবা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।’

ভাস্কর্য নিয়ে আন্দোলন কেনো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাস্কর্য ইস্যুটি আদৌ আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি সারাদেশের সকল আলেমদের সম্মিলিত চিন্তা এবং সিদ্ধান্তের বিষয়। ইতোমধ্যে দেশের শীর্ষ আলেমগণ ভাস্কর্য বিষয়ে সম্মিলিত ফতোয়া প্রদান করেছেন এবং প্রধানমন্ত্রী বরাবর বেফাক সভাপতি আল্লামা মাহমূদুল হাসান দেশের শীর্ষ আলেমদের মতামত সম্বলিত পত্র প্রেরণ করেছেন। তিনি সম্মিলিত প্রস্তাবনা তৈরি করে শীর্ষ আলেম প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে এ বিষয়ে পক্ষ-বিপক্ষ তৈরি করা এবং সেখানে শুধু আমাকে মুখ্য প্রতিপক্ষ সাব্যস্ত করা হাস্যকর।’

বাংলাদেশ সময়: ৭:৪৬:১১   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ