না.গঞ্জে কাঁচাপাট প্রক্রিয়াজাতকরন জোন স্থাপনের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে কাঁচাপাট প্রক্রিয়াজাতকরন জোন স্থাপনের দাবি
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০



---

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন “সোনালী আঁশ”পাটের প্রান কেন্দ্র “প্রাচ্যের ড্যান্ডিখ্যাত” নারায়নগঞ্জ আজ পাট ব্যবসার প্রানহীন অবস্থা দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী পাট খাতের সার্বিক উন্নয়নে যথেষ্ট সচেতন এবং এ খাতের পূনঃজাগরনের জন্য তিনি ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। যার সুফল ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রীর পাট খাতের উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ে সভা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৬ নভেম্বর ২০২০ইং তারিখে আপনার সভাপতিত্বে “পাট খাতে বিনিয়োগ আকর্ষন” শীর্ষক এক সেমিনার জেলা প্রশাসক নারায়নগঞ্জ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক (পাট)( যুগ্ম সচিব) এস.এম আরশাদ ইমাম। সভায় বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ) এর পক্ষ হতে প্রতিনিধিত্ব করেন এসোসিয়েশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব আরজু রহমান ভূইয়া। সভায় পাটের সার্বিক উন্নয়ন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন “সোনালী আঁশ” পাট খাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর ধারাবাহিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করা হয়। সভায় বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র পক্ষ থেকে পাট খাতের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে “প্রাচ্যের ড্যান্ডি” নারায়নগঞ্জের পাট ব্যবসায়ের গতিধারা পূনর্জাগরনের জন্য বিশ্বখ্যাত জামদানী পল্লীর ন্যায় নারায়নগঞ্জের সোনারগাঁও, রুপগঞ্জ ও বন্দর এলাকায় মহা সড়কের পাশে পাট রপ্তানী সহায়ক সরকারী খাস জমিতে কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরন জোন তৈরীর প্রস্তাব উপস্থাপন করা হয়। এরই আলোকে ১০ ডিসেম্বর বিজেএ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান আরজু রহমান ভূইয়ার নেতৃত্বে বিজেএ’র পক্ষ হতে নারায়নগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের নিকট এক স্বারকলিপি প্রদান করা হয়। কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরন জোন স্থাপনে এ উদ্যোগ যাতে সফল হয় এবং “প্রাচ্যের ড্যান্ডি” নারায়নগঞ্জ যাতে পাট ব্যবসার হারানো গৌরব ফিরে পেতে পারে সে লক্ষ্যে অচিরেই বস্ত্র ও পাট মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করা হবে। স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নূরুল হোসেন , মোঃ লিয়াকত হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারক বাবু গোপাল চন্দ্র তালুকদার, কামালউদ্দিন বাচ্চু, জনাব আবু জাফর সিদ্দিকী(জিসান), সিরাজুল ইসলাম, বাবু দিলীপ কুমার দেব, শহিদ হোসেন দুলাল, কামরুল ইসলাম বুলবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪০   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ