
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমশিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে জাতির সূর্য সন্তানের স্মরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চাষাঢ়া চত্বরে ৭১ সালের শহীদরে স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে মোমশিখা প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যখন সারা বাঙালি জাতি মুক্তির স্বাদ নেওয়ার জন্য নিচ্ছে।
ঠিক তখনই দেশকে পঙ্গু করার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে পাকিন্তানি হানাদার বাহিনী ও বাংলাদেশের রাজাকার আল বদর, আল শামস সবাই মিলে। আমরা সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই।
তিনি আরোও বলেন, এবারের বিজয় দিবস মুজিব শতবর্ষের বিজয় দিবস হিসেবে পালিত করতে পারি। এখনো পরাজিত শক্তি অনেক কিছু করার পাঁয়তারা করছে। আপনাদের সবার উপস্থিতি এই পরাজিত শক্তির হাত থেকে দেশকে রক্ষা করবে।
এই মোমবাতির আলো নতুন প্রজন্মকে আলোকিত করবে। আমরা চাই এ নতুন প্রজন্ম থেকে একজন আব্দুল হালিম, ডাক্তার ফজলে রাব্বী,একজন সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনসহ জহির রায়হান ও শহিদুল্লাহ কায়সার তৈরি হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৈাধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা রোভার স্কাউটের কমিশনার আরিফ মিহির, এনজিও নেটওয়ার্কের পরিচালক প্রদীপ কুমার দাসসহ প্রশাসনের কর্মকতাবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৫১ ১০৪ বার পঠিত