মুশফিক-মিথুনের ফাইনালের লড়াই

প্রথম পাতা » খেলাধুলা » মুশফিক-মিথুনের ফাইনালের লড়াই
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০



---

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ শেষের পথে। আর মাত্র দুটো ম্যাচ বাকি। প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। দ্বিতীয় দল হিসেবে কারা যাচ্ছে ফাইনালে? মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা নাকি মোহাম্মদ মিথুনের গাজী গ্রুপ চট্টগ্রাম? নির্ধারণ হবে মঙ্গলবার সন্ধ্যায়।

দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম মুখোমুখি বিকেল সাড়ে ৪টায়। এলিমেনেটরে রোমাঞ্চকর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট পায় ঢাকা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে নামবে চট্টগ্রাম।

টুর্নামেন্টে একমাত্র দল চট্টগ্রাম যারা বাকি সবগুলো দলকে হারিয়েছে। গ্রুপপর্বের ৮টি ম্যাচের মধ্যে তারা হেরেছিল মাত্র একটিতে। হট ফেভারিট মিথুনের শেষ চারে এসে হোঁচট খায়। তারকা বহুল জেমকন খুলনার তারারা জ্বলে ওঠায় পাত্তা পায়নি দলটি। সাকিব-মাশরাফিদের তোপে পড়ে শেষ পর্যন্ত হার মানতে হয় লিটন-মোস্তাফিজদের।

যে কোনো মূল্যে তারা চাইবে ম্যাচ জিততে। খুলনার বিপক্ষে লিটন-সৈম্য দুজনেই ছিলেন ব্যর্থ। বল হাতে মোস্তাফিজও ছিলেন খরুচে। আরেক বোলার শরীফুলও হারিয়ে ফেলছিলেন ছন্দ। শেষ পর্যন্ত হারতে হয় তাদের। এ জন্য মুশফিকের ঢাকার বিপক্ষে নামার আগে কিছুটা চাপে থাকবে সাগরিকা পাড়ের দলটি। ফাইনালের লড়াইয়ে জিততে হলে লিটনদের সঙ্গে জ্বলে উঠতে হবে মোস্তাফিজকে।

টুর্নামেন্টে শুরুর দিকে মুশফিকদের অবস্থা ছিল ভীষণ করুণ। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যেনো মুশফিকরা পেয়ে যান জয়ের রাস্তা। প্রথম তিন ম্যাচে টানা হারের পর টানা চার ম্যাচে জয়। শেষ ম্যাচে আবার বরিশালের কাছে ২ রানে হার। এবার এলিমেনেটরে এসে মুশফিকরা সেই বরিশালকে হারিয়ে প্রতিশোধ নিলেন; আবার টিকে রইলেন ফাইনালের দৌড়ে। জয়ের ট্র্যাকে থাকায় ফুরফুরে থাকবে ঢাকা।

ঢাকার জিততে হলে শুরুতেই ফেরাতে হবে লিটন দাসকে। সৈম্যকেও দেওয়া যাবে বেশি সুযোগ। আবার মোস্তাফিজকে সামলাতে হবে দেখে শুনে। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি দ্য ফিজই। ব্যাট হাতে জ্বলে উঠতে হবে মোহাম্মদ নাঈম ও মুশফিককে। আজ দুই দলের মধ্যে জয়ী দল ১৮ তারিখ ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনার।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১২   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ