
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত
হলেন ৮ হাজার ২৯০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫০ জন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, সদরে ৩ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ৬ জন ও রূপগঞ্জে ৫ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৯ জন ও আক্রান্ত ৩ হাজার ১৪৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৭৯৭ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪০২ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৭০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৭৭১ ও মারা গেছেন ২৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৭ জন।
জেলায় এই পর্যন্ত মোট ৬০ হাজার ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮০ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৭ হাজার ৬৬৯ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৮৬৫ জন, সদর উপজেলার ১ হাজার ৬৯৫ জন, রূপগঞ্জের ১ হাজার ৪০৬ জন, আড়াইহাজারের ৬৫১ জন, বন্দরের ৩৬৬ ও সোনারগাঁয়ের ৬৮৬ জন।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৪ ৮৪ বার পঠিত