
মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। একইসাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা সকল শহীদদের।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল সোনার বাংলা বিনির্মাণে লক্ষ্যে সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ মধ্যম আয়ের দেশ। এবং ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে ঠাঁই করে নিবে আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের মূলমন্ত্রকে ধারণ করে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করি মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার ।
বাংলাদেশ সময়: ২০:০৮:৩৫ ২০৭ বার পঠিত