বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার!
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০



---

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর শ্লীনতাহানির অভিযোগে মোক্তার আলী (৬০) নামে এক বৃদ্ধ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে একা রেখে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার বিধবা মা বাইরে যান। এসময় বাড়িতে মেয়েটিকে একা পেয়ে মোক্তার আলী তাকে ডেকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া করলে মোক্তার আলী পালিয়ে যান।

পরে ওই নারী বিষয়টি কিশোরীর মা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের জানালে পরদিন সকালে স্থানীয়ভাবে সালিশ হয়। তবে সালিশে অভিযুক্ত মোক্তার আলী উপস্থিত না হওয়ায় মেয়েটির মা বাদী হয়ে সন্ধ্যায় আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মোক্তার আলীকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে।

ওই কিশোরীর মা বলেন, লম্পট মোক্তার আলী দীর্ঘদিন ধরে আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। তার পরিবারকে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় মেয়েকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাদীর অভিযোগে মোক্তার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:০২:০৭   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ