শাকিব খান একটি ফুল প্যাকেজ - সুবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাকিব খান একটি ফুল প্যাকেজ - সুবাহ
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০



---

শাকিব খান আমার অনেক পছন্দের নায়ক। তিনি এই সময়ের স্বপ্নের নায়ক। তার সঙ্গে আমার ছবি করার ইচ্ছা আছে, জানি না কতটুকু কী হবে, দেখা যাক… শাকিব খান সম্পর্কে এভাবে মূল্যায়ণ করছিলেন শাহ হুমায়রা সুবাহ। ইতোমধ্যে বেশ ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সুবাহ। যার মধ্যে বসন্ত বিকেল নামে একটি ছবি মুক্তির আলো দেখতে যাচ্ছে শিগগির।

এরইমধ্যে ‘মন বসেছে পড়ার টেবিলে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সুবাহ। গত সন্ধ্যায় রাজধানীর বিজয় নগর এলাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় ছবির মহরত হয়য়ে গেল। সেখানেই অনুষ্ঠানের এক ফাঁকে কালের কণ্ঠের সঙ্গে কথা বললেন সুবাহ। এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান সম্পর্কে অনেক উচ্চধারণা পোষণ করলেন সুবাহ। যার কারণগুলোও খুব সুক্ষ্মভাবে বিশ্লেষণ করলেন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত-সমালোচিত্র ‘চিত্রনায়িকা’ তকমা পেতে যাওয়া সুবাহ।

সুবাহ বলেন, শাকিব খান একটি ফুল প্যাকেজ। নাচ, অভিনয়, সব দিক থেকেই শাকিব খান পারফেক্ট। সালমান শাহ যেমন সকলের স্বপ্নের নায়ক। এই সময়ের স্বপ্নের নায়ক হলো শাকিব খান। শাকিব খানের বাইরে আমি সেভাবে বলতে পারবো না কারো সম্পর্কে তবে সাইমন সাদিক ভাইয়ার সঙ্গেও আমার অভিনয়ের আগ্রহ রয়েছে।

একটি ছবি মুক্তি না পেয়েও ইতোমধ্যে চারটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। অনেকগুলো ছবির প্রস্তাব ঝুলে রয়েছে বলে জানালেন সুবাহ। এছাড়াও তিনটি ছবির সাক্ষর করা রয়েছে। একটির মহরত হয়য়ে গেল। ছবি মুক্তির আগেই এতো ছবি কিভাবে?

এমন প্রশ্ন করা হলে সুবাহ বলেন, আসলে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন পরিচালক কিংবা প্রযোজক। যারা ছবি নির্মাণ করছেন তারা ভাবছেন হয়তো একদম নতুন মুখ নেবেন, আর সামান্য জানাশোনা থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আমি প্রথম ছবি সম্পূর্ণ করার পর কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি। হয়তো এটাকে বিবেচ্য নিয়ে পরের ছবিগুলোতে সুযোগ পেয়েছি।

বসন্ত বিকেলের মুক্তির সময় জানিয়ে সুবাহ বলেন, আমি খুবই সৌভাগ্যবান যে এমন একটি চলচ্চিত্রে অভিনয় করছি। যেহেতু চলচ্চিত্রটির নাম ‘মন বসেছে পড়ার টেবিলে’ সেহেতু মন দিয়েই অভিনয় করার চেষ্টা করবো। এটি আমার ষষ্ঠ চলচ্চিত্র। আমার প্রথম কাজ ‘বসন্ত বিকেল’। যেটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। আপনারা সবাই মাহি কথাচিত্রের প্রত্যেকটি চলচ্চিত্রর জন্য দোয়া করবেন। দোয়া করবেন আমার জন্যও।

মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনী অবলম্বনে রোমান্টিক ত্রিভুজ প্রের গল্প নিয়ে ‘মন বসেছে পড়ার টেবিলে’ শিরোনামে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। এতে আরো অভনয় করেছেন আশিক চৌধুরী, পীরজাদা শহিদুল হারুন, রেবেকা, শামীম আহমেদসহ আরো অনেকেই।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৮   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ