জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম পাতা » অন্যান্য সংবাদ » জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭



---জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আজ শেষ হয়েছে।
প্রেসক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের অংশ গ্রহণে আজ শেষ দিনে ছিল মিনি ম্যারাথন প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইনডেক্স গ্রুপের নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ আল মুনির।
ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
মিনি ম্যারাথনে বিজয়ীরা হলেন, সদস্য সন্তান (১৫+ থেকে অনূর্ধ্ব ২১) ছেলে প্রথম-মাহ ফজলে হাসান, দ্বিতীয়-এসএম শওকি ইসলাম, তৃতীয়-মুফিদ বিন রাবি, মিনি ম্যারাথন সদস্য সন্তান (১৫+ থেকে অনূর্ধ্ব ২১) মেয়ে প্রথম-অহনা আনজুম, দ্বিতীয়-সেমন্তি ইসলাম, তৃতীয়-লাবণ্য প্রভা, মিনি ম্যারাথন (মহিলা) প্রথম-শাহনাজ শারমিন, দ্বিতীয়-নাসরিন চৌধুরী, তৃতীয়-মনিরা আক্তার সোমা, মিনি ম্যারাথন সদস্য অনূর্ধ্ব-৪৫ (পুরুষ) প্রথম-রমা প্রসাদ বাবু, দ্বিতীয়-তারিকুল ইসলাম মাসুম, তৃতীয়-সীমান্ত খোকন, মিনি ম্যারাথন সদস্য ৪৫+ থেকে অনূর্ধ্ব ৫৫ (পুরুষ) প্রথম-মনিরুজ্জামান উজ্জ্বল, দ্বিতীয়-গোলাম মোস্তফা, তৃতীয়- মুজিবুর রহমান জিতু, মিনি ম্যারাথন সদস্য পঞ্চান্নোর্ধ্ব প্রথম-এস কে এনামুল হক, দ্বিতীয়-মোঃ আলী হোসেন, তৃতীয়-ইব্রাহিম ম-ল।
এর আগে শিশু আনন্দমেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও নৈশভোজ শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:১৮   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যান্য সংবাদ’র আরও খবর


নিউজ টু নারায়ণগঞ্জ কে নিবন্ধন সনদ তুলে দিলেন প্রধান তথ্য কর্মকর্তা
সড়কে দুর্ঘটনা বাড়ছে: প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিন
সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক ইব্রাহীম খলিল
মাংস আমদানি বন্ধের দাবি: স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে
বাজারে আসছে শীতের সবজি সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে
অক্সিজেনের অস্বাভাবিক দাম
করোনাকালের উপকথা
আজ জাতীয় কবি কাজী নজরুলের ১২১তম জন্মজয়ন্তী
এগুলো এখনই উচ্ছেদ করা হোক: ভেজাল গুড়ের কারখানা
বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করলো ওয়াশিংটন ডি.সি.

আর্কাইভ