
ওয়ানডে ফরম্যাটের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়েস্ট ইন্ডিজ সফর তখনো চূড়ান্ত হয়নি। টি-টোয়েন্টি কাপ চলাকালে আসে ক্যারিবীয়দের বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার ঘোষণা। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সাথে অনেক দরকষাকষি করেও সূচিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ রাখতে পারেনি বিসিবি।
টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া আসর থেলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে, তা নির্ভর করছে নির্বাচকদের সাজানো দল কেমন হচ্ছে তার উপর। তার আগে নির্বাচকরা একটু বিপাকেই আছেন। টি-টোয়েন্টি পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে দল সাজানো তো মোটেও সহজ কাজ নয়!
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ওয়ানডে সেটআপের দল সাজানো কঠিন। তবে এটাও সত্যি যে স্থানীয় খেলোয়াড়রা অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমেছে এবং কেউ কেউ প্রথমবারের মত খেলেছে। তারা নির্ভয়ে খেলেছে। এইচপির ছেলেরাও ভালো করেছে।’
ক্রিকেটে ফিরে ছেলেদের নির্ভার ক্রিকেট তাই কিছুটা আশ্বস্ত করছে দেশের ক্রিকেটের কর্তাব্যক্তিদের। তবে ক্যারিবীয় সিরিজের স্কোয়াডে নতুন মুখ থাকার সম্ভাবনা কম। নান্নু জানান, নতুন বছরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে দল।
তিনি বলেন, ‘৭ জানুয়ারি অনুশীলন শুরু হবে। আমরা তাই আগামী মাসের শুরুতে স্কোয়াড ঘোষণা করব। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ওয়ানডে স্কোয়াড হবে ১৭ সদস্যের।’
বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৮ ১১৪ বার পঠিত