বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা আনআম
মক্কায় অবতীর্ণ
২৮. তারা ইতিপূর্বে যা গোপন করত, তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। আর একান্তই যদি তারা (সাবেক পার্থিব জীবনে) পুনঃপ্রেরিত হয়, তবুও তারা তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী।
২৯. তারা বলে, ‘আমাদের এই পার্থিব জীবনই প্রকৃত জীবন, আর আমরা পুনরুত্থিত হব না।’
৩০. হায়! তুমি যদি সেই দৃশ্যটি দেখতে, যখন তাদেরকে তাদের রবের সম্মুখে দ-ায়মান করা হবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ‘এটা (কিয়ামত) কি সত্য নয়?’ তখন তারা উত্তরে বলবে ‘হ্যাঁ! আমাদের রবের শপথ (এটা বাস্তব ও সত্য)।’ তখন আল্লাহ বলবেন ‘তাহলে তোমরা এটাকে অস্বীকার ও অমান্য করার ফল স্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ কর।’
আল হাদিস
নিয়মিত সৎকর্ম আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো: আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি? তিনি বললেন: “যে কাজ সার্বক্ষণিক ও নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কমও হয়”।
[বুখারী: ৬৪৬৫]
বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৩ ৫১০ বার পঠিত