
বিমান প্রতিমন্ত্রী মাহবু্ব আলী এমপি বলেছেন, যুক্তরাজ্যের সাথে বর্তমানে ফ্লাইট অব্যাহত থাকবে। তবে যারা আসবে তাদেরকে স্ক্যানিংসহ পর্যবেক্ষণ করা হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত ডোমেস্টিক ডিপার্চার লাউঞ্জ ও সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হল উদ্বোধন শেষে বুধবার দুপুরে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি গভীর পর্যবেক্ষণে আছে। যদি পরিস্থিতি তৈরি হয় তবে তা বন্ধ করতে ইন্সটেন্ট সিদ্ধান্ত নেওয়া হবে।
এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ট্রানজিট প্যাসেঞ্জের কিংবা যুক্তরাজ্য থেকে যে কোনো ফ্লাইটে আগত যাত্রীদের তালিকা দিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের তিনটি বিমানবন্দরেরর ইউকের যাত্রীদের আলাদা চেক ও স্ক্যানিং করা হবে। সে সক্ষমতা আমাদের আছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:৩০ ৮২ বার পঠিত