
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আইএফএসটি মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বঙ্গবন্ধু রচিত “অসমাপ্ত আত্মজীবনী” “কারাগারের রোজনামচা” ও “আমার দেখা নয়াচীন” গ্রন্থ তিনটি বিতরণ করেন।
এ সময় তিনি বিজ্ঞানীদেরকে জাতীর পিতা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই তিনটি বই বিশেষভাবে পড়ার অনুরোধ জানান।
গতকাল মঙ্গলবারের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। তিনি সকলকে বই তিনটি পড়ার মাধ্যমে জাতির সঠিক ইতিহাস জানার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পরিষদের উর্ধতন কর্মকর্তা, বিজ্ঞানী ও স্থানীয় কমিশনার উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬:৫১:০৬ ৯৫ বার পঠিত