এবার টেস্টেও সহ-অধিনায়ক হলেন রোহিত

প্রথম পাতা » খেলাধুলা » এবার টেস্টেও সহ-অধিনায়ক হলেন রোহিত
শুক্রবার, ১ জানুয়ারী ২০২১



---

সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা রোহিত শর্মা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির পরের দুই টেস্টে তিনি আজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে থেকেই এই হার্ডহিটিং ওপেনার ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বিরাট কোহলির ডেপুটি ছিলেন। এবার তিন ফরম্যাটেই তিনি এই দায়িত্ব পালন করবেন।

প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সফরের মাঝপথে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। তার নেতৃত্বে দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে ভারত। মেলবোর্ন টেস্টে চেতেশ্বর পুজারা ছিলেন সহ-অধিনায়ক। আজ শুক্রবার নতুন বছরের প্রথম দিনে পুজারাকে সরিয়ে প্রথমবারের মতো রোহিতকে এই দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সফরের দলে রোহিতের নাম ছিল না। এরপর সমর্থকদের প্রতিবাদের মুখে টেস্ট সিরিজে তাকে দলে নেওয়া হয়। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি। পরে অস্ট্রেলিয়ায় পৌঁছালেও ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় প্রথম দুই টেস্টে তাকে পায়নি ভারত। কোয়ারেন্টিন শেষে বুধবার দলে যোগ দেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৩২ টেস্ট খেলেছেন রোহিত। ৪৬.৫৪ গড়ে করেছেন ২১৪১ রান। আছে ৬টি সেঞ্চুরি আর ১২টি হাফ সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩০   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ