
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব ও বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন, মো. ওহাহিদ ও হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ সময়: ২২:২৮:১১ ১০৯ বার পঠিত