
ঢাকার মহাখালী কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসান ও সোহাগ (১৫) নামে আরও দুই কিশোর আহত হয়েছেন।
শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ মহাখালীর সাততলা বস্তির কবীর হোসেনের ছেলে।
ঢামেকের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, এই ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ ব্যাপারে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২১:৪১ ৯৯ বার পঠিত