বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল বন্ধ, আটকা ৫ শতাধিক যানবাহন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল বন্ধ, আটকা ৫ শতাধিক যানবাহন
শনিবার, ২১ অক্টোবর ২০১৭



--- বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এ রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায়, শনিবার সকালেও তা অব্যাহত আছে।

শুক্রবার দুপুরে পদ্মায় তীব্র স্রোত আর ঝড়ো হাওয়ায় লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ছয়টি ফেরি দিয়ে কোনো রকম সচল ছিল এই রুটে। কিন্তু বিকালে বাতাসের তীব্রতা আরো বাড়লে ফেরি চলতে না পারায় বন্ধ করে দেয়া হয়। এতে শিমুলিয়া প্রান্তে আটকা পড়েছে ৫ শতাধিক গাড়ি। বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারীরা।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে বেলা পৌনে ১২ টার দিকে সম্পূর্ণভাবে লঞ্চ, স্পিডবোট ও ডাম্পফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। বাতাস আর স্রোত ক্রমেই বাড়ছে। বিকেল পর্যন্ত কোনো রকমে ফেরি চালালেও এখন আর সম্ভব হচ্ছে না। এতে করে উভয় পারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা। পদ্মায় এখন ২ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিত্ কুমার ঘোষ জানান, নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। ফেরিগুলো বন্ধ থাকায় আটকা পড়েছে ৫ শতাধিক যানবাহন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১১   ৪৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ