
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫১ রানের ইনিংস খেলে ছুটিতে গিয়েছিলেন কেন উইলিয়ামসন। কন্যা সন্তানের জনক হওয়ার পর আবারও ফিরেন। টি-টোয়েন্টি হয়ে টেস্ট। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম টেস্টে যথাক্রমে ১২৯, ও ২১ রানের ইনিংস খেলার পর এবার শতক তুলে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।
সোমবার ছিল ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন। আগের দিন ২৯৭ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এদিন সকালে টম ল্যাথাম টম ব্লান্ডেল স্বাগতিকদের জন্য ওপেন করতে আসেন।
ল্যাথাম ৩৩ আর ব্লান্ডেল ফেরেন ১৬ রান করে। অন্যদিকে অভিজ্ঞ রস টেইলরও বিদায় নেন ১২ রান করে। তখন ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে সংগ্রহ ছিল ৭১ রান। এমন পরিস্থিতিতে হেনরি নিকোলাসকে নিয়ে ২১৫ রানের জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন।
দিন শেষে ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ ২৮৬ রান। অর্থাৎ পাকিস্তান থেকে মাত্র ১১ রানে পিছিয়ে আছে তারা।
১১২ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। অন্যদিকে ৮৯ রান করে ক্রিজে আছেন নিকোলাস।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট তুলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, ফাহিম আশরাফ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান
২৯৭
নিউজিল্যান্ড
২৮৮/৩
১১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
বাংলাদেশ সময়: ১৪:০১:১৩ ১০১ বার পঠিত