না’গঞ্জের নতুন ডিসি মো. মোস্তাইন বিল্লাহর দায়িত্ব গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জের নতুন ডিসি মো. মোস্তাইন বিল্লাহর দায়িত্ব গ্রহণ
সোমবার, ৪ জানুয়ারী ২০২১



---

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন তাকে আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব অর্পন করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে মো. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় এবং সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিশেষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

মো. জসিম উদ্দিনকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০তম বিসিএস কর্মকর্তা।

২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রসঙ্গত, জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি।

বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন।

তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ২০:০১:৫১   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ