ছাত্রলীগ করতে হলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে - গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগ করতে হলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে - গণপূর্ত প্রতিমন্ত্রী
সোমবার, ৪ জানুয়ারী ২০২১



---

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাদেরকে বিনয়ী, সদালাপী, মেধাবী এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রেণিকক্ষে তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের উন্নত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন নেতৃত্ব দিয়ে চলেছে। এদেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ দমনে ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সুদুরপ্রসারী নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি দিনবদলের সনদ’ ভিশন: ২০২১ ঘোষণা করেছিলেন। ভিশন:২০২১ সফলভাবে বাস্তবায়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভিশন ২০৪১ ঘোষণা করেছেন। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে। একই সাথে স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী, জামাত-শিবির চক্রের সকল চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে।

জামাত-শিবির চক্রের সকল চক্রান্ত প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

উপমহাদেশের প্রাচীনতম এ ছাত্রসংগঠনটির অতীত ঐতিহ্য খুবই সমৃদ্ধ। স্বর্ণোজ্জ্বল অতীতের ধারাবাহিকতায় বর্তমান সময়ে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে দেশের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৯:৩৪   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ