ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১



---

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আঞ্জুয়ারা নামে একজন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

গতকাল বৃহস্পতিবার পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়ানগর গ্রামের মৃত সাহেব উদ্দীনের ছেলে।

এ বিষয়ে খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান আরটিভি নিউজকে জানান, বড় ভাই মুক্তার হোসেন ছোট ভাই রুহুল আমীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মারধরের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রুহুল আমীনের নামে নোটিশ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন মুক্তার হোসেনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু ঘটে।

এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আরটিভি নিউজকে জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে খট্রামাধবপাড়া ইউনিয়নে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে ছোট ভাই রুহুল আমীন বাঁশ দিয়ে বড় ভাই মুক্তারের মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পরলে এলাকাবাসী মুক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:২৬   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ