
সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার পিরোজপর এলাকার আবু সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫), কাজীরগাঁওয়ের মোক্তার হোসেনের ছেলে মহসিন মিয়া (২২) ও পোতাপের চরের আবুল হয়দারের ছেলে জাহিদ হাসান বাবু (২৬)।
এরমধ্যে জাহিদ হাসান বাবু সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুন রহমান মাসুমের ছোট ও উপজেলা ছাত্র্রলীগের সাংগঠনিক সম্পাদক, তোফাজ্জল হোসেন ড্রাইভার।
শুক্রবার ও শনিবার স্থানীয় ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তবে নিহতের পরিবারের দাবী তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর পুলিশ বলছে প্রকৃত ঘটনা জানতে খোঁজ খবর নেয়া হচ্ছে।
স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল বারবিকিউ পার্টির আয়োজন করে। সেখানে তারা মদ পান নিয়ে একে অপরের সঙ্গে বাজি ধরে। এতে প্রত্যেকে অতিরিক্ত মদপান করে। পরে তখন থেকেই ১০-১২জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মহসিন, তোফাজ্জল ও বাবুর মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন জিসান, হৃদয়, রাহিম, সারোয়ারসহ ৬জন। তাদের মধ্যে জিসান, হৃদয় ও রাহিমের অবস্থাও আশঙ্কাজনক।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে তাদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে তিনজন মারা যায়। তাদের ভোরেই পরিবারের সদস্যরা দাফন করে ফেলে। তাদের দাবী স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই দাফন করে ফেলেছে।
বাংলাদেশ সময়: ১০:৪৮:০০ ১০৮ বার পঠিত