সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও যুবদলের নেতা জিয়াদুলের বাড়ীতে থানা পুলিশের অভিযানে সাংবাদিক ও যুবদল নেতা রিপনসহ ৬ জনকে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদের মধ্যে মধ্য থেকে সাংবাদিক ও যুবদল নেতা রিপনকে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নং ওয়ার্ডের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় অনেক ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের পর থেকে থানা থেকে ছাড়িয়ে নিতে অনেক রাত পর্যন্ত একটি প্রভাবশালী মহল তদ্ববির করে।পরে ৬ জনের মধ্য থেকে সাংবাদিক ও যুবদল নেতা রিপনকে গভীর রাতে ছেড়ে দেয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, গোদনাইল আরামবাগ এলাকার মৃত চেন্নাই সরদারের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও যুবদল নেতা জিয়াদুল (৫২), একই এলাকার রব মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত তাহের আলীর ছেলে শুক্কুর আলী (৪২), গোদনাইল লক্ষীনারায়ণ এলাকার ফজল করিমের ছেলে আ: মজিদ (৫০), ফতুল্লা থানার হাজীগঞ্জ ১৩নং তল্লা রোডের মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৫০), মহানগরীর চাষাড়া সলিমুল্লাহ রোডের মৃত অলি উল্লাহর ছেলে সাংবাদিক, চিহ্নিত মাদকসেবী ও যুবদল নেতা ফারুক হোসেন রিপন (৫৫) ও বন্দর থানার লক্ষনখোলা এলাকার মৃত আ: কাদেরের ছেলে হুমায়ুন কবির চৌধুরী।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে নাসিক ১০নং ওয়ার্ডের আরামবাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিয়াদুলের বাড়িতে অভিযান চালায় এবং তাদের আটক করে।
পরে তাদের মধ্যে ফারুক আহমেদ রিপন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হয়। পরে এসআই রেজাউল টহল টীমের এসআই রাকিবকে খবর দিয়ে ঘটনাস্থলে ডেকে নেয়। এসময় তাদের সবাইকে জিয়াদুলের একটি কক্ষে ইয়াবা সেবন কালে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এদিকে সন্ধার পর থেকে গ্রেফতারকৃতদেরকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাসহ একটি প্রভাবশালী মহল থানায় তদ্বির শুরু করে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে থানা পুলিশ কথিত সাংবাদিক, চিহ্নিত মাদকসেবী ও যুবদল নেতা ফারুক হোসেন রিপনকে ছেড়ে দিয়ে বাকী ৫ জনের বিরুদ্ধে ২১ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে রাতেই একটি মামলা করে ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানায়, গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর একজনকে যাচাই করে দোষী না হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। সুত্র - যুগের চিন্তা
বাংলাদেশ সময়: ১৯:৫০:৩০ ৪৮৫ বার পঠিত