সোনারগাঁয়ে রাস্তা প্রশস্তকরণের দাবিতে স্বারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে রাস্তা প্রশস্তকরণের দাবিতে স্বারকলিপি
সোমবার, ১১ জানুয়ারী ২০২১



---

সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের সনমান্দি বাজার থেকে পৌর এলাকার দুলালপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের দাবিতে গণস্বাক্ষর দিয়ে এলাকাবাসী স্বারকলিপি প্রদান করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের কাছে এ স্বারকলিপি প্রদান করেন।

এলাকাবাসীর পক্ষে সনমান্দি বাজার কমিটির সভাপতি ও সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন এ স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, সোনারগাঁ পৌর এলাকার দুলালপুর থেকে সনমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি বর্তমানে ৯ ফুট রয়েছে। ফলে এ রাস্তা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ রাস্তা দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা, সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়, সনমান্দী হাফিজিয়া মাদ্রাসা, একটি এবতেদিয়া মাদ্রাসা, সনমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার জনগন যাতায়াত করে থাকেন।

রাস্তাটি প্রশস্ত কম থাকায় যান চলাচলের সময় পথচারীদের রাস্তার সাইডে দাড়িয়ে থাকতে হয়। অনেক সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী দূর্ঘটনায় পতিত হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে ৪ কিলোমিটার সড়কে সংস্কার কাজ চলছে। বাজারের উত্তর পাশে বাহাউদ্দিন, নুরুল আমিন নুরা, রফিকুল ইসলাম, শাহ আলম, ইসলাম, আবুল হোসেন, সোলায়মান, রহমতউল্লাহ ও মুজাফ্ফরের দোকান রাস্তার উপর গড়ে তোলার কারনে সড়ক প্রশন্ত করতে পারছেন না ঠিকাদারী প্রতিষ্ঠান।

একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে বলা হলেও উচ্ছেদ না করায় সড়ক প্রশস্ত করা সম্ভব হচ্ছে না।

সরেজমিন সনমান্দি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তার উপর বেচাকেনা করছেন। ফলে ওই রাস্তা বন্ধ হয়ে যায়। কোন রকম ধীরগতিতে যানবাহন চলাচলে করে।

তবে অনেক ক্রেতা উপর গাড়ির আঘাত লাগে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোমেন মিয়া জানান, রাস্তা প্রশস্তকরণের জন্য যে সমস্যার সৃষ্টি হয়েছে। দোকানপাট উচ্ছেদ করে সমস্যার সমাধান করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, এলাকাবাসী সমস্যা চিহ্নিত করে একটি আবেদন করেছেন। সরেজমিন তদন্ত করে দোকানপাট ভাঙতে হলে ভেঙ্গে রাস্তা প্রশস্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:৩৯   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ