সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
বুধবার, ১৩ জানুয়ারী ২০২১



---

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪০ এর সাব-পিলার ১৬ এর কাছে ঘটেছে এ ঘটনা।

আহতরা হলেন- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাকডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৮) ও মোজাহার পরামানিকের ছেলে শাহাদৎ পরামানিক (২৫)।

ওই ওয়ার্ডের সদস্য মহিমুল ইসলাম জানান, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু-পাচারকারী কাঁটাতারের উপর দিয়ে গরু আনতে গেলে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি ছোড়ে। এসময় হাছানুর আলী এবং শাহাদৎ হোসেন নামের দুই যুবক আহত হন। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য নিয়ে যায়।

দুই গরু পাচারকারীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তারা এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

কচাকাটা থানার ওসি মাহবুব আলম জানান, বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে শুনেছি।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হওয়ার খবরটি লোক মারফতে শুনেছি। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

বাংলাদেশ সময়: ৮:৩৬:৫২   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ