ফেসবুকের কল্যাণে বাড়ি পেতে যাচ্ছেন অন্ধ হাসি বেগম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুকের কল্যাণে বাড়ি পেতে যাচ্ছেন অন্ধ হাসি বেগম
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১



---

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক সময় বিরক্তিকর মনে হয়। তবে কখনো তা কল্যাণও বয়ে আনে। ফেসবুকের কল্যাণে অনেকের আবার সমস্যা সাধানও হয়েছে। অন্ধ হাসিনা বেগমের বেলায় হয়েছে কল্যাণময়।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান অন্ধ হাসি বেগম (৫৫) নামে এক মহিলাকে দিয়েছেন সাদাছড়ি, শীতের কাপড় ও কম্বল। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন বাড়ি ও ভিজিডি কার্ড করে দেয়ার।

হাসি বেগম উপজেলার নাভারণ ইউনিয়নের কলাগাছী গ্রামের মৃত পান্না হোসেনের স্ত্রী। এক চোখ অন্ধ আরেক চোখে সামান্য ঝাপসা দেখেন তিনি। একমাত্র ছেলেও নিরুদ্দেশ। ভিক্ষাবৃত্তির জন্য যাত্রাপথে তার ভরসা একটি বাঁশের কঞ্চির লাঠি। থাকেন অন্যের পরিত্যক্ত একটি ঘরে। এসব নিয়ে দুইদিন আগে স্থানীয় এক সাংবাদিক তার ফেসবুক ওয়ালে অসহায় হাসির দিকে হাত বাড়ানোর সহযোগিতা কামনা করে একটি পোস্ট করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসে।

বুধবার বিকেলে হাসি বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান তার বাসভবনে ডেকে এনে পথচলার জন্য একটি সাদাছড়ি, ইলেকট্রিক স্টিক, শীতের কাপড় ও কম্বল দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, অসহায় অন্ধ হাসি বেগমকে একটি বাড়িও বানিয়ে দেয়া হবে। এছাড়াও তাকে ভিজিডি কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ৯:৪২:৪৪   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ