
রাজারবাগ পুলিশ লাইনসে সম্প্রসারিত পুলিশ শপিং মল থেকে সুলভ মুল্যে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাবেন পুলিশ সদস্যরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ শপিং মল সম্প্রসারিত করে দ্বিতীয় তলায় উন্নীত করা হয়েছে। এ শপিং মলে নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী পুলিশ সদস্যরা সুলভ মূল্যে ক্রয় করতে পারবে।
এ ছাড়াও রাজারবাগ পুলিশ লাইনস মডেল মেস-৫ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) মিরাজ উদ্দিন আহম্মেদ, উপকমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:১০:৪৬ ১০১ বার পঠিত