খেলনা পুতুলে ইয়াবা পাচার, গ্রেফতার-৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলনা পুতুলে ইয়াবা পাচার, গ্রেফতার-৭
শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১



---

প্রশাসনের চোখ ফাঁকি দিতে ভিন্ন কৌশলে অভিনব কায়দায় সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রি করছিল একটি চক্র। বাচ্চাদের খেলনা বিক্রি’র ছলে খেলনা পুতুলের ভিতর ইয়াবা ভরে পাচার করার সময় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৪ টার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৯ হাজার টাকাসহ বাচ্চাদের খেলনা সামগ্রী জব্দ করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো, জানু মাল (৩৯), আশরাফুল (৫০), রাজু সরদার (২২), ইসলাম মাল (৩২), তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) এবং শরত আলী। তারা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্ধা।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ আদমজী’র র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ ও এর আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে এই মাদক ব্যবসা করে এবং তাদের সুবিধার জন্য তারা এক বাসায় বেশীদিন অবস্থান করে না।

খেলনা ফেরি করে বিক্রয়ের ছলে তারা খেলনা পুতুলের ভিতর ইয়াবা ভর্তি করে পরিবহণ করতো। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি’র আড়ালে এসব খেলনার ভেতরে ইয়াবা ট্যাবলেট রেখে তারা মাদক ব্যবসা চালাতো।

র‌্যাব আরো জানায়, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘন ঘন বাসা পরিবর্তন করা এবং ফেরি করে বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা’র কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪০   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ