
বন্দরে নাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কম্বল শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে বিতরণ করেছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সুলতান আহাম্মেদ, প্রবীন সাংবাদিক অহিদুল হক খান, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম. মাসুদ, সিনিয়র সহসভাপতি কবির হোসেন, সহসভাপতি কাজিম আহাম্মেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন, নির্বাহী সদস্য জি.এম. মজনু, সদস্য জিএম. সুমন, দ্বীন ইসলাম, শাহ জামাল, মেহেদী হাসান রিপন, জাহিদ প্রমুখ।
প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন কমল খান বলেন, জননেত্রী মেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষ যাতে শীতের প্রকোপে কষ্ট না পায় সে জন্য আমরা আজ বন্দর প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী’র দেয়া কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করলাম।
বাংলাদেশ সময়: ২৩:৪১:৫২ ১১২ বার পঠিত