এখন মিডিয়াকে একদমই ভয় পাইনা - লিপি ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখন মিডিয়াকে একদমই ভয় পাইনা - লিপি ওসমান
সোমবার, ১৮ জানুয়ারী ২০২১



---

নারায়ণগঞ্জ-৪ আসনের সংষদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, সাংবাদিকদের কাছে আমাদের এবং জনগণের অনুরোধ, সততার সাথে এবং নির্ভীকভাবে সত্যকে সাথে নিয়ে আপনারা এগিয়ে যান।

আপনাদের লেখা ধরে আমরা এগিয়ে যাই। সেই লেখার মধ্যে যদি সত্য সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে আমাদের এগিয়ে যাওয়া আরো সহজ হবে।

একজন সাংবাদিক কিভাবে খবর তৈরী করে সেটা বড় কথা নয়, তারা খবরটি কিভাবে উপস্থাপন করলো তাই আমাদের কাছে এবং সাধারণ মানুষের কাছে মূখ্য বিষয়।

আমাদেরকে উৎসাহ দেয়ার ক্ষমতা এবং আমাদেরকে জনগণের কাছে পৌছিয়ে দেয়ার ক্ষমতা মিডিয়ার রয়েছে।

একজন সাধারণ মানুষের পক্ষে কোন সমস্যা নিয়ে সরাসরি জেলা প্রশাসক কিংবা এমপি শামীম ওসমানের নিকট আসা সম্ভব নয়। মিডিয়া তাদেরকে এনে দিতে পারে।

আগে মিডিয়াকে ভয় পেলেও এখন আর একদমই ভয় পাইনা। এবার তাদের সাথে থেকে তাদের বন্ধুত্বসুলভ আচরণ ও তাদের সহযোগিতার প্রমাণ পেয়েছি।

সোমবার (১৮ জানুয়ারি) এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি এশিয়ান টিভির নবম বর্ষে পদার্পন উপলক্ষে এশিয়ান টিভিকে শুভেচ্ছা ও আন্তরিক শুভ কামনা জানান।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্ব ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ গণমাধ্যমের কর্মীরা।

বক্তব্যের এক পর্যায়ে নবাগত জেলা প্রশাসকের উদ্দেশ্যে লিপি ওসমান বলেন, নারায়ণগঞ্জে আসার পখে আশেপাশের অনেক জায়গাতে ময়লা আবর্জনা দেখেছেন। ময়লা দেখে বিভ্রান্ত হবেন না।

নারায়ণগঞ্জের অনেক ভাল দিকগুলো কিন্তু বাংলাদেশকে পুরো বিশ্বে উপস্থাপন করে। যেখানে ভালো রয়েছে সেখানে সবচেয়ে বেশি বাধা বিপত্তি আসে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ