নিউজ২নারায়ণগঞ্জঃ ঢাকা, ০২মে,২০১৮ঃ প্রতিবন্ধীদের স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর আয়োজনে “আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট সিরিজ” এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০৫ মে সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ০৫মে ২০১৮ খ্রি: হতে ০৭মে ২০১৮ খ্রি: পর্যন্ত বাংলাদেশ বনাম ভারতের শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ক্রিকেট দলের মধ্যকার দ্বি-পাক্ষিক হুইল চেয়ার ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে দিল্লীতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন হুইল চেয়ার ক্রিকেট টিম ২-১ এ সিরিজ জয়লাভ করে। দ্বি-পাক্ষিক সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং উদ্বোধক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
বাংলাদেশ সময়: ২১:২৮:১০ ৩৮৬ বার পঠিত