প্রেমে পড়লে ছেলেরা যেসব কাজ অবশ্যই করেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমে পড়লে ছেলেরা যেসব কাজ অবশ্যই করেন
বুধবার, ২০ জানুয়ারী ২০২১



---

প্রেমে পড়লে ছেলেদের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। যে ছেলে কোনোদিন মানিয়ে গুছিয়ে চলার ধার ধারতেন না, তিনিও কিন্তু দিনের শেষে মানিয়ে চলেন। যতই রাগ হোক, প্রেমিকার পছন্দের কিছু তার হাতে পৌঁছে দিতে পারলে তাদের মুখে যে তৃপ্তির হাসি দেখা যায় অন্যসময় তা হয় না। প্রেমে পড়লে ছেলেদের মধ্যে তৈরি হয় দায়িত্ববোধ। চলুন জেনে নিই প্রেমে পড়লে ছেলেরা আর কী কী করেন।

প্রেমিকাকে খুশি করার চেষ্টা

কীভাবে প্রেমিকার মুখে হাসি বজায় থাকবে, কীভাবে দুজন নিজেদের মতো করে আনন্দে বাঁচতে পারবেন, এই নিয়েই সর্বদা ব্যস্ত তিনি। এমনকী এমন কোনো কথা বা প্রেমিকার ইচ্ছের কথা তার কাছে পৌঁছালেই তিনি তা মেটানোর চেষ্টা করেন। সেই সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার ক্ষমতাও তৈরি হয় তার মধ্যে। আর সবকিছুই কিন্তু প্রেমিকার মুখে হাসি দেখার জন্য।

আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন

আপনি যা বলছেন তাই তিনি মনযোগ দিয়ে শুনছেন। আর এই শোনার মধ্যে দিয়েও কিন্তু শক্ত হয় সম্পর্কের বন্ধন। যেকোনো সম্পর্কেই একজন ভালো শ্রোতার প্রয়োজন। তবে ছেলেরা কিন্তু মেয়েদের বকবকানি বেশ আনন্দ সহকারেই নেয়। কারণ তারা সবসময় প্রেমিকাকে খুশিই দেখতে চান।

সম্পর্ক বাঁচাতে অতিরিক্ত শ্রম দিচ্ছেন

কীভাবে দুজনের সম্পর্ক আরও দৃঢ় হবে এ বিষয়ে তিনি সর্বদাই সচেষ্ট। অযথা মাথা গরম না করে ঠান্ডা মাথায় সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। শুধু তাই নয়, কীভাবে নিজেদের ভালো হবে এবং সেই সঙ্গে সবার সঙ্গে ভালো যোগাযোগ সবেতেই তাঁর কড়া নজর থাকে।

ছোট্ট ছোট্ট ব্যাপারেও নজর থাকে

যাবতীয় ছোট খাটো ব্যাপারেও কড়া নজর রাখছেন। এবং সামান্য কথায় কিংবা উপহারে কীভাবে প্রেমিকার মুখে হাসি ফোটানো যায় সেই চেষ্টা সবসময় থাকে। হেসে খেলে নয়, বরং সব কিছুই তিনি বিবেচনা করেন গুরুত্বের সঙ্গেই।

প্রেমিকার পরিবারের প্রতিও দায়িত্বশীল

প্রেমিকার সঙ্গে তার পরিবারের প্রতিটি সদস্য কেমন আছেন এসবের খোঁজ নেওয়া, বাড়ির যেকোনো কারোর সমস্যায় পাশে থাকা, পরিবারের কোনো সদস্যের জন্মদিনে একসঙ্গে সেলিব্রেশন সবই তিনি হাসিমুখে করেন। আর প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন।

বিশ্বাস

যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। আর এই বিশ্বাস নিয়ে কখনও ছেলেখেলা না করাই শ্রেয়য। এতে দুজনেরই ক্ষতি হয়। যে ছেলে সত্যিকারের মন থেকে ভালোবাসেন তিনি কখনও ঠকান না কাউকে। বরং কীভাবে আরও জোরদার হবে বিশ্বাস সেই চেষ্টাই করেন। এমন কিছু করেন না, যাতে প্রেমিকাকে অসম্মান করা হয়। বরং আরও বেশি করে বিশ্বাস মজবুত করার যাবতীয় চেষ্টা করেন।

জীবনকে সহজ করে দেখায় বিশ্বাসী

কারোর সঙ্গে তুলনা কিংবা অতিরিক্ত চাহিদা নয়, বরং জীবনকে সহজ ভাবে দেখায় বিশ্বাসী। নিজের মতো করে আনন্দে বাঁচতে যেটুকু করার প্রয়োজন তার সবটাই করেন। জীবনে কিছু গোল সেট করে চলতে চান। এমনকী মনের মানুষের সঙ্গেও বেশ পরিকল্পনা মাফিকই এগোতে চান এরা।

সবসময় সত্যি কথা বলেন

সব সময় সত্যি কথা বলেন। প্রেমে পড়লে ছেলেরা সচরাচর মিথ্যা বলেন না। মিথ্যা কথা যেকোনো মানুষেরই সম্পর্কে চিড় ধরায়। একবার মিথ্যে ধরা পড়লে হাজার সত্যিতেও তার কোনো ক্ষমা থাকে না। আর যিনি প্রেমে মগ্ন, তিনি কখনই নিজের ইমেজ খারাপ করতে চান না। ফলে কখনই মিথ্যে বলা পছন্দ করেন না।

ভালোবাসার মধ্যেও শ্রদ্ধা থাকে

আপনাকে মন প্রাণ ঢেলে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধাও থাকে। আপনার কাজ, কাজের প্রতি প্যাশন এসবকে সবসময় তিনি যেমন গুরুত্ব দেন, তেমনই প্রশংসাও করেন। কীভাবে আপনি আরও ভালো কাজ করতে পারেন সেই পরামর্শও থাকে। সেই সঙ্গে আপনার যথেষ্ঠ যত্নও তিনি নেন। একজন সঙ্গী হিসেবে আপনার যা যা প্রাপ্য সেই সব দিতেই তিনি সদা সচেষ্ট থাকেন।

বাংলাদেশ সময়: ১০:২২:৪০   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ