বরিশালে আ.লীগ নেতাকে ‘মারধর’, থানা ঘেরাও, সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে আ.লীগ নেতাকে ‘মারধর’, থানা ঘেরাও, সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১



---

পাওনা টাকা চাইতে গেলে ফরচুন সুজ কোম্পানির মালিকের দ্বারা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোহাগ হাওলাদার মারধরের শিকার হওয়াতে বিচারের দাবীতে কাউনিয়া থানা অবরোধ করে বিক্ষোভ করে কয়েক হাজার জনতা।

বুধবার সন্ধ্যায় (২০ জানুয়ারি) নগরীর কাউনিয়া থানা অবরোধ, অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের যান চলাচল বন্ধ করে বিচারের দাবীতে বিক্ষোভ করে জনতা। অবশেষে রাত সাড়ে আটটায় কাউনিয়া থানায় ফরচুন সুজ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৩ জনকে আসামি করে মামলা নিলে জনতা থানা অবরোধ তুলে নেয়।

নগর পুলিশের সহকারী উপ পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, সকাল সাড়ে দশটায় কাউনিয়া বিসিক এলাকায় সৃষ্ট ঘটনার জের ধরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হাওলাদারকে মারধর করায় মামলা নেয়ার দাবী জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর রাত সাড়ে আটটায় সোহাগ তিনজনকে আসামি করে মামলা দায়ের করলে পরিস্থিতি শান্ত হয়।

মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি বলেন, বরিশাল সিটির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার বুধবার দুপুরে মিজানুর রহমানের কাছে পাওনা টাকা চাইতে যান। এসময় সোহাগকে তুলে নিয়ে ফরচুন কারখানায় আটকে রেখে মারধর করা হয়। পরে তাকে মিথ্যা অভিযোগে থানায় দেয় তারা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করতে চায়। কিন্তু পুলিশ মামলা নিতে না চাইলে সন্ধ্যার পরে নেতাকর্মীরা থানা ঘেরাও করে। বন্ধ করে দেয় অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস এবং ঢাকাগামী লঞ্চ চলাচল।

বাংলাদেশ সময়: ৯:০৪:২০   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ