ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিদের ঘরের মাঠ হায়দ্রাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
চলতি আসরে দারুণ ছন্দে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। নিজেদের শেষ ম্যাচে রাজস্থানকে ১১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে তারা। আট ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে হায়দ্রাবাদ।
অপরদিকে চলতি আসরে বেশ একটা ভালো অবস্থানে নেই দিল্লি। টানা হারের পরে শেষ ম্যাচে ডিএল ম্যাথডে রাজস্থানের বিপক্ষে চার রানে জয় পায় তারা। এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে কেবল তিন জয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত নম্বরে।
শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্যেই আজ খেলবে সাকিবের হায়দ্রাবাদ। অপরদিকে গত ম্যাচের জয়ের ধারা টিকিয়ে রাখতে দিল্লিও মরিয়া। সবকিছু মিলিয়ে আজ একটি জমজমাট লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশ সময়: ১২:১৮:৩৭ ২৬২ বার পঠিত