বন্দরে সন্ত্রাসী হামলায় ৫ ডকইয়ার্ড শ্রমিক আহত, টাকা ও মোবাইল লুট

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সন্ত্রাসী হামলায় ৫ ডকইয়ার্ড শ্রমিক আহত, টাকা ও মোবাইল লুট
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১



---

বন্দরের শীতলক্ষ্যা নদীতে ড্রেজার সরানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্রসহ ৫ ডকইয়ার্ড শ্রমিক রক্তাক্ত জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা ৫ শ্রমিককের কাছ থেকে নগদ টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর খেয়াঘাট সংলঘ্ন শীতলক্ষ্যা নদীর তীরবর্তী মনির হোসেন মিয়ার ডকইয়ার্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

আহতরা হলো আশরাফ (৪৫), ইউসুফ (২০), মতিন (৩৫), ইস্রাফিল (৩৮) ও মিজান (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত শ্রমিক আশরাফ মিয়া মিলনসহ অজ্ঞাত ১০জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা জানায়, রোববার সন্ধ্যায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকার মনির মিয়ার ডকইয়ার্ডের শ্রমিক নরসিংদী জেলার মাদবদী থানার দড়ি গাজীরগাও গ্রামের আশরাফ, ইউসুফ ও মতিন এবং বরিশাল জেলার ওজিরপুর থানার দক্ষিণ নাতার কান্দী গ্রামের ইস্রাফিল ও ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা গ্রামের মিজানসহ মোট ৫জন শ্রমিক ড্রেজার সরানোর কাজ করছিল।

সেসময় পার্শ্ববর্তী মহিউদ্দিন ডকইয়ার্ডের সারেং মিলনসহ বহিরাগত আরো ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের কাজে বাধা প্রদান করে। এ ঘটনার জের ধরে মিলনসহ তার সাঙ্গপাঙ্গরা লোহার রড, পাইপ ও সাবল দিয়ে সেই ৫জন শ্রমিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ২২:১৪:২৮   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ