অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি

প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১



---

চাঁদপুরে মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে (১০) অপহরণের ৫দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী মাদরাসার বাবুর্চি মো. কেফায়েত উল্লাহকে (২৮) আটক করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লার বরুড়া থেকে সোমবার সিফাত উল্লাকে উদ্ধারসহ অপহরণকারী মো. কেফায়েত উল্লাহকে আটক করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে গত ২১ জানুয়ারি অপহরণকারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যান। সিফাত উল্লাহর বাবা মো. আমির হোসেন ছেলের সন্ধান না পেয়ে তৎক্ষণাৎ মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবস্থান নির্ণয় করে কুমিল্লা জেলাধীন বরুড়া থানার বিজয়পুর গ্রাম থেকে অপহরণের ৫দিন পর সিফাত উল্লাহকে উদ্ধার করেছি। একই সাথে অভিযুক্ত অপহরণকারী মো. কেফায়েত উল্লাহকে আটক করা হয়েছে। আটককৃত মো. কেফায়েত উল্লাহ ওই মাদরাসার বাবুর্চির কাজ করতো।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিজয়পুর দক্ষিণপাড়া (খাড়বাড়ী) মৃত মিন্নত আলীর ছেলে মো. কেফায়েত উল্লাহ। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:১৪   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ