চাটমোহরের সাংবাদিক বেলালের জামিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাটমোহরের সাংবাদিক বেলালের জামিন
বুধবার, ২৭ জানুয়ারী ২০২১



---

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস কারাভোগের পর জামিন পেলেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসন স্বপন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জমান মামলার শুনানী শেষে বেলাল হোসেন স্বপনের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে জামিন আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্তি পান।

অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা পরিচালনা করেন এজিপি অ্যাডভোকেট রুহুল আমিন রতন। তার সাথে ছিলেন অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, অ্যাডভোকেট আহাদ বাবু, অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দুপুরে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কে এম বেলাল হোসন স্বপন কে গ্রেপ্তার করেছিল পাবনা ডিবি পুলিশ।

মামলা সূত্র জানায়, বেলাল হোসেন স্বপন গত ২৫ ডিসেম্বর তার ফেসবুক ওয়ালে চাটমোহর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজ আলীকে নিয়ে একটি মেয়ে ঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদি হয়ে ওই দিনগত রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। সেই মামলার আসামী হিসেবে বেলালকে ২৬ ডিসেম্বর দুপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে ২৫ ডিসেম্বর রাতেই পোস্টটি নিজের ফেসবুক ওয়াল থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন বেলাল হোসেন স্বপন। আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, চিঠিতে উল্লেখিত নামের মেয়ের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তবে অনুসন্ধান অব্যাহত থাকবে

বাংলাদেশ সময়: ৯:৫৭:৩৩   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ