গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু, সুস্থ ৩৩৭ জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৭ জনের মৃত্যু, সুস্থ ৩৩৭ জন
শনিবার, ৩০ জানুয়ারী ২০২১



---

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩২৮তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরো ১৭ জন, তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৩৭ জন।
গতকালের চেয়ে আজ ১০ জন বেশি মৃত্যুবরণ করেছে। গতকাল ৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ১১১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত কয়েকদিন ধরে এই হার ছিল ১ দশমিক ৫১ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৪৫৪ জন। গতকালের চেয়ে আজ ৯১ জন কম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৭৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৬ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৮ লাখ ৪৪ হাজার ৭৭৪টি হয়েছে সরকারি এবং ৭ লাখ ৯৫ হাজার ১১২টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৩৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৬২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৮৪৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ২৭৯ জনের। গতকালের চেয়ে আজ ৪৩০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৩৭টি ও বেসরকারি ৬৭টিসহ ২০৪টি
পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৬   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ