সাঈদ খোকনের সময়ে ৪২ কোটি টাকা ক্ষতির তথ্য পাওয়া গেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাঈদ খোকনের সময়ে ৪২ কোটি টাকা ক্ষতির তথ্য পাওয়া গেছে
রবিবার, ৩১ জানুয়ারী ২০২১



---

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে তিনটি খাতে প্রায় ৪২ কোটি টাকা ক্ষতির তথ্য উঠে এসেছে অডিট অধিদপ্তরের প্রতিবেদনে। আরটিভির হাতে আসা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে হোল্ডিং ট্যাক্স অনাদায়ে প্রায় ৩৯ কোটি, মোবাইল টাওয়ারের কর আদায় না করায় ৩ কোটি ও কেনা-কাটায় সংস্থার তহবিল থেকে ভ্যাট পরিশোধ করায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শীর্ষ কর্তা দায় এড়াতে পারে না বলছে টিআইবি।

ঢাকা দক্ষিণের সাবেক মেয়রের সময় আর্থিক অনিয়মের ব্যাপারে এবার অডিট আপত্তি দিয়েছে অধিদপ্তর। ২০১৮-২০১৯ এবং ২০২০ সালের প্রতিবেদনে বলা হয় নথি পর্যালোচনা করে দেখা যায় হোল্ডিংটাক্স অনাদায় থাকায় আর্থিক ক্ষতি হয়েছে ৩৮ কোটি ৫১ লাখ ২৩ হাজার ৭১৮ টাকা।

একই বছর ভবনের ছাদে মোবাইল টাওয়ারের ভাড়ার ওপর কর আদায় করা হয়নি। এতে দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতি হয় দুই কোটি ৬৮ লাখ ৮ হাজার ৩৩৩ টাকা।

এছাড়া মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট না কেটে সিটি করপোরেশনের তহবিল থেকে পরিশোধ করায় ক্ষতি হয় আরও ১৬ লাখ, ৮৪ হাজার, ৬০৫ টাকা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ-টিআইবি মনে করে এসব অনিয়ম তদন্ত করা উচিত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এখানে কর ফাঁকি দেয়ার জন্য যোগসাজশের দুর্নীতি থাকতে পারে। সেটি এখানে ছিল কিনা তা দেখতে হবে। যারা জবাবদিহিতার জন্য দায়ী তাদেরকে জবাবদিহিতায় আনতে হবে। এখানে কেউ দায়িত্ব এড়াতে পারে না।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অনিয়মের কারণ অনুসন্ধান করে দেখা উচিত। যদি কোনও দুর্নীতি হয়ে থাকে সে ক্ষেত্রে দুদকের ক্ষমতা আছে তা তদন্ত করার।

সূত্রঃ আর টিভি

বাংলাদেশ সময়: ১০:২৫:৪১   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ