দীঘির এক মুখে দুই কথা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীঘির এক মুখে দুই কথা!
রবিবার, ৩১ জানুয়ারী ২০২১



---

ক্যারিয়ারের শুরুতেই জটিলতায় পড়লেন নবাগত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি শিশুশিল্পী হিসেবে দর্শকের কাছে আগে থেকেই সুপরিচিত। তাইতো নায়িকা হওয়ার ঘোষণা আসার পর থেকেই দীঘিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

গেলো বছরের শেষদিকে দীঘি ৬টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও সেসব ছবির পরিচালকের সূত্রে আরটিভি নিউজ বিষয়টি নিশ্চিত হয়।

দীঘি নিজেও বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, ‘দুইটি ছবি আগেই চূড়ান্ত ছিল। এরপর আরো তিনটি ছবি চূড়ান্ত হয়েছে। একসঙ্গে ৫ ছবিতে সুযোগ পাবো আগে ভাবিনি।… এখন ছবিগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি। সবগুলোতে ভালো করার চেষ্টা করবো।’

কদিন আগেই ওই প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তারা আর দীঘিকে নিয়ে ছবি বানাচ্ছেন না। সরাসরি না কিছু না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।

এদিকে দীঘির ছবি থেকে বাদ পড়ার খবর প্রকাশ হলে তিনি বলছেন ভিন্ন কথা।

সংবাদমাধ্যমে দীঘি জানান, মূলত একটি ছবি নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চুক্তি হয়েছে। বাকিগুলো মুখে মুখে। বাদ দিতে হলে তো আগে নিতে হবে। না নিয়ে কীভাবে বাদ দেয়? বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি। শুনেছি ছবিগুলোই হবে না, তাহলে বাদের কথা কেন আসছে?

বর্তমানে দীঘির হাতে একটি ছবির কাজ রয়েছে। এর আগে শাপলা মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ শেষে করেন তিনি। এছাড়া ‘তুমি আছ-তুমি নেই’ ছবির কাজ শেষ করছেন তিনি।

দীঘির এক মুখে দুই রকম কথা নিয়ে এফডিসিতে নানা গুঞ্জন চাউর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৮   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ