সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্যবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ম-১৪-০৬৭৫) খাদে পরে গেছে।
শুক্রবার (১১ মে) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে আগত প্রান আরএফএল কোম্পানী সুইফট টয়লেট ক্লিনার বাজারজাতকারী একটি কাভার্ডভ্যান সানারপাড় বাস স্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কাভার্ডভ্যানটির ধাক্কায় দুই আরোহীসহ একটি মোটর সাইকেল পানিতে ডুবে গেছে এমন খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুল আবেদ ও ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেফুজ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।
পরে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে দুইজন ডুবুরী এসে প্রায় এক ঘন্টা সওজ’র জলাশয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে কোন মোটরসাইকেল এমনকি কোন মানুষের সন্ধান না পেয়ে অভিযান শেষ করে। পরে জেলা ট্রাফিক পুলিশের রেকার খাদে পড়া কাভার্ডভ্যানটি ২ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুল আবেদ জানায়, সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে আগত একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সানারপাড় এলাকায় খাদে পরে যায়। কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে, তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ২১:৪১:১৬ ৩৪০ বার পঠিত